সিলেটে কৌশলী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সিলেটে কৌশলী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Spread the love

সিলেটে কৌশলী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচন ঘিরে প্রধান তিন প্রার্থী প্রায় প্রতিদিন ভিন্ন ভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২৮ জুলাইয়ের নির্বাচন স্থগিত করা হয়।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উচ্চ আদালত এ আসনের উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। লকডাউন চলাকালে কিছু দিন প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও ১১ আগস্ট লকডাউন ওঠার পর পুরোদমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কখনো কর্মিসভা, গণসংযোগ আবার কখনো শোকসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।

আগস্টজুড়ে কৌশলী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শোক দিবসের নানা কর্মসূচি নামে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন তিনি। এসব সভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।

ইতোমধ্যে হাবিবের পক্ষে প্রচারণা চালাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন সিলেট সফর করেছেন।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভায় তারা বক্তব্য দেন। এ সময় হাবিবের পক্ষে নেতারা ভোট চান। অন্য দুই প্রার্থী আতিকুর রহমান আতিক ও শফি আহমদ চৌধুরীও পুরোদমে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক গণসংযোগ ও মতবিনিময় সভা সমাবেশ করে যাচ্ছেন।

দীর্ঘদিন বিএনপি ঘরানার রাজনীতি করা শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় দল তাকে বহিষ্কার করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি একাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতাকর্মী প্রকাশ্যে তার সঙ্গে মাঠে নেই। প্রথম দিকে শফি চৌধুরীর সঙ্গে স্থানীয় কয়েক নেতা কাজ করায় দল থেকে তাদের শোকজ করা হয়। দলীয় শাস্তির খড়গ নেমে আসবে এমন ভয়ে আর কেউ তার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন না।

তবে স্থানীয় কিছু তরুণ ও যুবক তার সঙ্গে নির্বাচনি মাঠে কাজ করছেন। নিজের ইমেজ ও স্থানীয় মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে শফি চৌধুরী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব) প্রতীকে মাঠে রয়েছেন। তবে তার প্রচারণা তেমন একটা চোখে পড়ে না।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। ১৫ মার্চ তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ৯০ দিন পেছানো হয় এবং ২৮ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।

তবে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৮ জুলাইয়ের উপ-নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। পরে নির্বাচন কমিশন ভোটগ্রহণের নতুন তারিখ ৪ সেপ্টেম্বর ঘোষণা করে।