শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন, কমবে তাপমাত্রা

শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন, কমবে তাপমাত্রা

Spread the love

দেশের উত্তর ও উত্তর-পূশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মোট দশটি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। আর তা থাকবে আগামী বুধবার পর্যন্ত থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আগামী বুধবার পর্যন্ত চলবে এবং এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে চলতি মাসের শেষের দিকে আবার শুরু হবে শীতের প্রকোপ।

তিনি আরও জানান, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ থাকবে আগামী আরও দুই দিন, আর এর বিস্তৃতি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে, ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কমলেও দেশের অন্যত্র তাপমাত্রা একই রকম থাকবে।

দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিনদিনের শেষের দিকে উত্তরপূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

No oughts on শৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন, কমবে তাপমাত্রা

Leave A Comment