ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের গল্পটা যেন মুহূর্তে মুহূর্তে রঙ বদলাচ্ছে! রোনালদো জুভেন্টাস ছাড়তে চান, সেটি তো মাস দুয়েক ধরেই দলবদলের বাজারের বড় গুঞ্জন। অবশেষে আজ কিছুক্ষণ আগে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি নিশ্চিত করে জানিয়ে দিলেন, জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। কিন্তু এ তো গেল দলবদলের একটি দিক।

রোনালদো-ম্যান সিটি গুঞ্জনে শেষ মুহূর্তে ইউনাইটেড জানাল, ‘আমরাও আছি’

Spread the love

‘ক্রিস্টিয়ানো রোনালদো? আমাদের মধ্যে সব সময়ই দারুণ সম্পর্ক ছিল, যোগাযোগও ছিল। ব্রুনো (ফার্নান্দেজ) রোনালদোর সঙ্গে কথা বলে চলেছে, ও (রোনালদো) জানে আমরা ওর ব্যাপারে কী ভাবছি।

ও যদি জুভেন্টাস ছাড়তেই চায়, ও জানে আমরা আছি’—আজ সংবাদ সম্মেলনে বলেছেন ম্যান ইউনাইটেড কোচ সুলশার! রোনালদোকে পাওয়ার আগ্রহ এর চেয়ে ভালোভাবে আর কীভাবে জানাতে পারতেন ইউনাইটেড কোচ

রোনালদো-ম্যান সিটি গুঞ্জনের পাশাপাশি এখন রোনালদোর ম্যান ইউনাইটেডে ফেরার গুঞ্জনও তাই শুরু হয়ে গেছে।

ইউনাইটেডেই রোনালদোর তারকা হয়ে যাওয়ার শুরু বলে সিটি আর ইউনাইটেডের মধ্যে রোনালদোর ইউনাইটেডে ফেরার কল্পনাটাই যে কাউকে বেশি টানবে।

গতকালই ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ ও বর্তমানে ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টির কোচ ওয়েইন রুনি বলেছেন, ইউনাইটেডে রাঙানো অতীতের কারণেই রোনালদোর সিটিতে ফেরা উচিত হবে না।

জুভেন্টাস ছাড়ছেন রোনালদো
জুভেন্টাস ছাড়ছেন রোনালদো

এর মধ্যে ইউনাইটেড কোচ সুলশার যেখানে আশার কথা শোনাচ্ছেন, রোনালদোকে নিজেদের ক্লাবে পেতে আগ্রহী সিটি ভক্তদের হয়তো কিছুটা হতাশ হতে হবে সিটি কোচ পেপ গার্দিওলার কথা শুনে।

রোনালদো-সিটি গুঞ্জন নিয়ে আজ সংবাদ সম্মেলনে গার্দিওলা বললেন, ‘দলবদলের বাজারের বাকি তিন-চার দিনে যেকোনো কিছুই হতে পারে।

পৃথিবীতে অল্প কয়েকজন খেলোয়াড় আছে, যারা নিজে কোথায় খেলবে সেটা নিজে ঠিক করার ক্ষমতা রাখে, মেসির মতো ক্রিস্টিয়ানোও তাদের একজন। এখনো (সিটি রোনালদোর চুক্তিতে) অনেক কিছু আছে যেগুলো সমঝোতা থেকে অনেক দূরে।’

এর মধ্যে রোনালদোর ইউনাইটেডে ফেরার গুঞ্জন আরও উসকে দিয়েছেন দলবদলের বিষয়ে নিয়মিত খবরাখবর জানিয়ে যাওয়া ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

কিছুক্ষণ আগেই রোমানো টুইট করে জানিয়েছেন, ‘(রোনালদোর মুখপাত্র) জর্জ মেন্দেস গতকাল রাত থেকে ইউনাইটেডের সঙ্গেও যোগাযোগ করে চলেছেন। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড দুই ক্লাবের সঙ্গেই রোনালদোর ব্যাপারে কথা বলছেন মেন্দেস।’

দলবদলে এরই মধ্যে জেডন সাঞ্চোকে কেনা ম্যান ইউনাইটেড রোনালদোর ব্যাপারে এতদিন বেশি আগ্রহ না দেখালেও হঠাৎ করে কীভাবে আলোচনা শুরু হলো, সেটিও ব্যাখ্যা করেছেন রোমানো, ‘জর্জ মেন্দেস ম্যান সিটির সঙ্গে কয়েক দিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে কথা বলে আসছিল।

সেখানে এখনও সবকিছু মৌখিক সম্মতির পর্যায়ে আছে। জুভেন্টাসকে এখনো কোনো প্রস্তাব দেয়নি সিটি, ক্লাবের সঙ্গে রোনালদোর ব্যক্তিগত চুক্তিতেও পুরোপুরি সম্মত হয়নি দুই পক্ষ।

সে কারণেই গার্দিওলা বলেছেন, ‘‘অনেক কিছু সমঝোতা থেকে অনেক দূরে।’’…আর ম্যানচেস্টার ইউনাইটেডও এখন জর্জ মেন্দেসের সঙ্গে আলোচনা করছে।’

ইউনাইটেডের কর্তাব্যক্তিরা রোনালদোকে ফেরানোর ব্যাপারে বেশ তড়িঘড়ি করে আলোচনায়ও বসেছেন বলেও জানালেন রোমানো, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের ব্যাপারে গতকাল রাত থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড জর্জ মেন্দেসের সঙ্গে যোগাযোগ করছে।

এখন দলবদলের অঙ্ক, সম্ভাব্য বেতন ও জুভেন্টাসকে কত দিতে হবে সেসব নিয়ে ইউনাইটেড বোর্ড আলোচনা করছে। ম্যান ইউনাইটেড খুব ভালোভাবেই আগ্রহী, ম্যান সিটিও।’

No oughts on রোনালদো-ম্যান সিটি গুঞ্জনে শেষ মুহূর্তে ইউনাইটেড জানাল, ‘আমরাও আছি’

Leave A Comment