রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Spread the love

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের এনামুল হকের ছেলে।

মোশাররফের সহকর্মী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলায় প্লাস্টারের কাজ করছিলেন মোশাররফ। দুপুরের খাবারের সময় রশি বেয়ে নামার সময় হাত ফসকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

No oughts on রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Leave A Comment