থানচিতে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ

Spread the love

থানচিতে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচিতে স্রোতে ভেসে ফজলে এলাহি (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে থানচির বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

থানচিতে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ

জানা যায়, ঢাকা থেকে আসা ১২ পর্যটকের একটি দল শনিবার সকালে থানচি বাজার থেকে রেমাক্রী-তিন্দুর উদ্দেশ্যে রওনা দেয়। পথে দুপুরে ওই টিমের চার সদস্য বড় পাথর এলাকায় পানিতে নামলে ফজলে এলাহি সুমন স্রোতে ভেসে যান।

এসময় অন্যরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেয়।বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি জানান, পর্যটক নিখোঁজের খবর শুনেছি। এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক নেই। যোগাযোগ ব্যবস্থাও খুবই খারাপ। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। উপজেলা প্রশাসনে নাম এন্ট্রি করে না যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

No oughts on থানচিতে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ

Leave A Comment