কৃত্রিম প্রজননের কৌশল উদ্ভাবন, পুকুরেও চাষ হবে কাকিলা

কৃত্রিম প্রজননের কৌশল উদ্ভাবন, পুকুরেও চাষ হবে কাকিলা

Spread the love

 তিন বছরের প্রচেষ্টায় কাকিলা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনে সক্ষম হয়েছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা
তিন বছরের প্রচেষ্টায় কাকিলা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনে সক্ষম হয়েছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

গবেষক দলের প্রধান রবিউল আউয়াল হোসেন জানান, কাকিলার দেহ লম্বা। দেশে যে জাতটি পাওয়া যায়, সেটি মিঠাপানির জাত। পরিণত পুরুষ মাছের মাথার শীর্ষে লাল চূড়া দেখতে পাওয়া যায়, যা থেকে সহজেই স্ত্রী ও পুরুষ মাছ আলাদা করা যায়।

এটি শিকারি মাছ। মূলত ছোট মাছ খেয়ে থাকে। প্রাকৃতিকভাবে প্রবহমান জলাশয়ে, বিশেষ করে নদীতে এবং বর্ষাকালে প্লাবিত অঞ্চলে প্রজনন করে থাকে। কাকিলা মাছের কৃত্রিম প্রজনন বিশ্বে এটিই প্রথম।

বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলার পদ্মা নদী থেকে পরিপক্ব কাকিলা মাছ সংগ্রহ করে যশোরের স্বাদুপানি উপকেন্দ্রের পুকুরে ছাড়া হয়।

পরে হ্যাচারিতে উৎপাদিত মাছের জীবিত পোনা এবং বিভিন্ন জলাশয় থেকে সংগৃহীত ছোট মাছ খাইয়ে পুকুরের আবদ্ধ পরিবেশে মাছকে টিকে থাকতে অভ্যস্ত করা হয়। এরপর চলতি বছরের মে মাস থেকে কৃত্রিম প্রজননের উদ্দেশে বিভিন্ন হরমোন ইনজেকশন প্রয়োগ করা হয়।

অবশেষে ২৫ আগস্ট প্রজননকৃত মাছের ডিম থেকে পোনা বের হয় এবং কাকিলা মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জিত হয়।

গবেষক দলের বৈজ্ঞানিক কমকর্তা শিশির কুমার দে জানান, প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী কাকিলা মাছে ১৭ দশমিক ১ শতাংশ প্রোটিন, ২ দশমিক ২৩ শতাংশ লিপিড, ২ দশমিক ১৪ শতাংশ ফসফরাস এবং শূন্য দশমিক ৯৪ শতাংশ ক্যালিসিয়াম রয়েছে, যা অন্যান্য ছোট মাছের তুলনায় অনেক বেশি।

কাকিলা মাছের কৃত্রিম প্রজনন বিশ্বে এটিই প্রথম বলে দাবি গবষেকদের
কাকিলা মাছের কৃত্রিম প্রজনন বিশ্বে এটিই প্রথম বলে দাবি গবষেকদের
ছবি: সংগৃহীত

বিএফআরআই মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ জানান, দেশের বিলুপ্তপ্রায় ৬৪টি প্রজাতি মাছের মধ্যে ৩০টির কৃত্রিম প্রজননে ইতিমধ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট সফলতা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় ৩১তম মাছ হিসেবে কাকিলা মাছের কৃত্রিম প্রজনন কৌশল যুক্ত হলো। পর্যায়ক্রমে সব বিপন্ন প্রজাতির মাছ কৃত্রিম প্রজননের আওতায় আনা হবে।

No oughts on কৃত্রিম প্রজননের কৌশল উদ্ভাবন, পুকুরেও চাষ হবে কাকিলা

Leave A Comment