বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২৬) বেশ কিছু বিষয়ে অসন্তোষ থাকলেও শেষ মহূর্তে মতৈক্য হয়েছে। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, প্রায় ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালানো ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর গতকাল শনিবার রাতে মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়। বিবিসির খবরে বলা হয়, দেশগুলো মতৈক্যে পৌঁছালেও অনেক দেশের মধ্যেই গভীর অসন্তোষ রয়েছে।
এর আগে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে ‘লাইফ সাপোর্টে’ বাঁচিয়ে রাখার চেষ্টায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ ২৬) সভাপতি অলোক শর্মা তাঁর ভাষায় একটি ‘ভারসাম্যপূর্ণ’ ঘোষণা প্রকাশ করেন। এটি ছিল ঘোষণার তৃতীয় খসড়া, যা আগের দুটি খসড়ার মতোই ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার দূরত্ব ঘোচাতে পারেনি, বরং পরিবেশবাদীদের হতাশ ও ক্ষুব্ধ করেছে।